(১)
স্বচ্ছ ও জলে তুমি স্নান করে এলে,
খসা পালক– স্পর্শতে,
পথে পথে যেতে যেতে
তার আভা পায়ে দাবা– মুক্তাতে মেলে।


(২)
মুক্তা, মণি, সোনা, রূপা এসব আমার চাই না
চাই না'ও তোমার মতো আর যে কোনো 'তুম'!
রাত্রি জেগে বিছানা মাঝে চাপড়ে আমি সিনা
চাইছি কেবল শান্তি মনে– একটা মুঠো ঘুম।


(৩)
কাল তুই খুলবি না হয় আবার!
চোখ, তুই বন্ধ হ রে এবার...।