(১)
বন্ধ রাখিনি। জানালা-দরজা খুলে–
দিয়েছিলাম হাওয়ার ফাঁকে।
আসতে দিয়ে ছিলাম যার না আসার
কথা ছিলো, ঠিক তাকে।


(২)
সে আসার পরে মনের ঘরে লেগে ছিলো রঙের ফাগুন।
সে আসার পর একান্ত শহর পুড়িয়ে ছিলো এক আগুন।
সে চলে যেতেই, সব কিছুতেই স্থির ছিলো সব স্থানীয়।
সে চলে যেতেই প্রাণখানেতেই হাহাকার তাকে জানিও।


(৩)
জানাতে চাই সব। জানতে চাই না কিছু।
দুচাকার এক রথে
সেই যে চেনা পথে
এখনো হাঁটি, আমি তোমার পিছু পিছু।