(১)
কেউ চায় না আর। তাই– চেয়ে কি লাভ?
সিঁড়ি বেয়ে ওঠার আগেই, দেখি–
                                   খেয়ে ফেলে সাপ ।
(২)
জানি না কেন ঘুম আসেনা। জানি না কিসে চোখ অন্তর।
জানি না কিসে চোখের পাতায়– ছিয়াত্তরের মনন্তর।
জানি তবে শুধু রাত চলে যায়
মোমের মতো ঘুম গলে যায়;
জানি এ শুধু বিছানা বালিশে ঘুমকে ডাকার ফুস-মন্তর।


(৩)
কবিতা আমার– ঘুমায় আদরে
আর মরি আমি ঘুমহীনায়,
আমি জীবন বেঁচছি দরে দরে;
একটা সীমাহীন ঘুম কেনায়...