(১)
পাকা কেশের সংখ্যা হাজার বারো
তিরিশ পেরুক, বয়স বাড়ুক আরো
নিছক তাতে ভাবিনা নিজেকে মোটে।


যাকেই দেখি– তাকেই লাগে ভালো...
শতাব্দী পেরুক, এমনই পেরুক সালও
শুধু এ প্রেম– যৌবন মাখুক ঠোঁটে।


(২)
ঠোঁট খুলতেই শব্দবাজি, চোখ খুলতেই আগুন
ভিরমি খেয়ে বকছি বাজে, যা খুশি তা ভাবুন।
তবু এ প্রেম করতে রাজি, সাজতে রাজি পাগল
প্রেমিকা যতই বলতে থাকুক রামগরুড় বা ছাগল।


(৩)
গলগল হৃদয়ের থলথল তল
ছল প্রেমে ছলছল, জল জল জল।
মরুভূমি ভিজে যাক্! চোখ দিক বল...
দল বেঁধে প্রেম তবু– চল চল চল।