(১)
তুমি চেয়েছিলে আমি ফের ফিরে যাই
তুমি চেয়েছিলে আমি দূরে ছেড়ে যাই।
          আঁকড়ে ধরেছি আরো
          নিকটে এসেছি আরো...
বিন্দু থেকে বিন্দুতে ফের এসেছি আমি ঘুরে
হৃদয়ে হৃদয় মেলার পর– যায় না কেউ দূরে।


(২)
এক হৃদয়ে প্রেম এসেছে–, এক হৃদয়ে বাদ
এক হৃদয়ের মনের মানুষ গুটিয়ে নিয়েছে হাত।
এক হৃদয়ের মনের ভেতর যায় না আমায় পাওয়া,
এক হৃদয়ের রক্তে আছে আলোকবর্ষ চাওয়া...।


(৩)
জানা হয়নি বহু যুগ হলো–
কে কেমন আছি।
নিজেদের কাছে নিজেরাই বলো
সময়ে কানামাছি।
ভালোবেসে ছিলে সে কথা জানি;
জানতে চাই তবু–
"হৃদয় দিয়ে ওগো অভিমানী
ভালো কি বেসেছ কভু"?