(১)
কি করছো? কেমন আছো?
কোথায় আছো এখন?
এসব কথায় এখন তো আর
ছলকে যায় না মন।
তুমি বলবে ভুলেই গেছি...
কে বা রেখেছে অত?
'মনে রাখাটা– মন গভীরে
বাড়ায় বেদম ক্ষত।'


(২)
জমাট যত পুরনো ক্ষত পাহাড় সমান ভারি,
এক পলকে হৃদয় হতে নামিয়ে দিতে পারি।
মাটির হাঁড়ি ভাঙলে পরে লাগে কি আর জোড়া!
আগলে রাখা মানে নিজের নিজেই কবর খোঁড়া।


(৩)
পোড়া হৃদয় জ্বলছে। নেভে না।
থাকবে কি ছেড়ে যাবে, ভেবে নাও।
বিরহ যে ব্যথাদের প্রতীকী
দু'কদম চললেই বা ক্ষতি কি!
গুণে চলো, পিছু ঠেলে শতভাগ
এসো, ফের হাতে হাত রাখা যাক।