(১)
ভেবে ভেবে ছাইপাঁশ লিখে চলি যা–
আদৌও কি তা পড়ো তুমি?
যে গাছের ছায়ায় শান্ত হতো কলিজা
তার মৃত্যুতে– খাঁ খাঁ মরুভূমি।
অন্তত একবার এসো হেথা, বসো, পড়ো
শব্দের কেমন হাহাকার ধ্বণি
বাঁচাতে জীবন, আর এক বার বসতি গড়ো
সুখদায়িনী, আমার নয়নমণি।


(২)
বনানী পেরোলে খাঁ খাঁ মাঠ,
মাঠ পেরোলেই বসে এক হাট,
সেই হাটে বহুদিন ধরে–
হয় না হৃদয়ের বেচাকেনা।
এ কথা আমি জানি, তুমি জানো না।
তাই তোমায় বলি শেষ বার
সাত সমুদ্র তেরো নদী পার
তোমার এই চেনা শহরে–
নিতে এসো ফাউন্টেন পেন।
ফের লেখা হোক, হৃদয়ের লেনদেন...


(৩)
দূরে যেতে যেতে– এতোটাই দূরে
মুখোমুখি আর আসা হবে না ঘুরে।
উড়ে যাক তাই যেথা যেদিকে দু'চোখ
যেতে যেতে বলি– প্রিয় সব ভালো হোক।