(১)
ফুটেছে বকুল, হাসনাহেনা...
সেই যে গেলে, আর এলে না
শূন্য হৃদয় ঘর।


ধুলোয় মাখা পথেরা জানে,
ঘাসেরা জানে, আমি কেমনে
হলাম যাযাবর।


(২)
যাযাবর মন বুঝে গেছে সে
কার চারিধারে ঘেরা,
জেরা করো তবু– 'খামখা কেন
তোমার কাছে ফেরা!'


ফিরতে আমায় হয়, আসলে
শিকল রয়েছে বাঁধা,
শেষ প্রান্ত তোমার পা'য়ে
তারই রয়েছে আধা।


(৩)
শিরায় ছুটছে রক্তকণা
হৃদয়ে ছুটছে প্রেম,
তোমার পেছনে ছুটছে 'প্রিয়'
সে কথা জানতেম...


তবুও ছুটি; একটি কারণ
মনের গহীনে তুমি,
অবুঝ মন জানে না, তুমি–
দুরন্ত মৌসুমি।