(১)
কেউ কোথা নেই, খুব শূন্যতায়
সখাহীনা দিন চলে,
ছেড়ে গেলে তুমি মাঝ দরিয়ায়,
ভাসি নয়নের জলে।


বুকে থাকা ঢেউয়ে টলমলে ঢলি,
নিরাশায় ডোবে তরী,
চুপচাপ বসে– মনে মনে বলি
কী করি কী করি।


(২)
করে ছিলে আপন। করে ছিলে পর।
সব মনে তবু ভুলে গেছি ঘর...।
ঘুরি যেথা-সেথা। পাগলের মতো।
'ভালোবাসি', তাই– বাড়ে আরো ক্ষত।


(৩)
ক্ষণিক পলকে নামালে সে ভার
বন্ধ হাসাহাসি,
হয়ত, কোনোদিন দু'জনে আবার
হাঁটবো পাশাপাশি...