(১)
একলা থাকা ঘরের মাঝে জ্বলুক যত আলো
হৃদপোড়া এই কালোর মাঝে কমে না শত কালো।


(২)
চোখ দু ভেজে। পরে তা ভেজে কেন বালিশ–?
প্রতি রাতে বালিশ করো কার বা কাছে  নালিশ?
বেচারা তুলো সে তো– কেবল ভাবে স্পিরিট তা;
জানে না সে, চিপসে যাওয়া মাথার নীচের এটাও তার ঘা।


(৩)
তোমার বুকে- কেবল ফাগুন ফিরুক;
আমার বুকে গ্রীষ্ম, কিংবা শীত।
এক নিমেষে- তোমার মিটুক ভুখ,
আমার যখন নড়বড়ে- খুব ভিত।


(৪)
কেউ হঠাৎ চোখের পাতায় শোকেতে খুব ভাসে
মধ্য রাত। ঘুম আসে না । চোখেতে জল আসে।