(১)
চলি– বলে চলে এলাম, তোমাকে ছেড়ে।
হৃদয়ের দুয়ারে দাঁড়ায়ে দিলে না তো হাঁক!
দি নি বিদায় আমি তোমাকে ডান হাত নেড়ে,
বার বার বোঝাতে চেয়েছি– 'দিও তুমি ডাক'।


(২)
চেনা ডাক শোনা যায় না আর
পাথর হয়ে– আছে সকল সুর।
যাচ্ছো চলে অনেক অনেক দূরে
দূর হয়ে যায়– আরো অনেক দূর।


বুকের ভেতর রাস্তা খুঁড়ে খুঁড়ে...
দূর হয়ে যাও– আরো অনেক দূর।


(৩)
দূরে গেছে। তবু যেন কাছে।
নেই। নেই...! তবু সে আছে।