(১)
কষ্ট নিয়ে বাঁচতে বাঁচতে–
মৃত্যু'টাই বড্ড সহজ মনে হয় অনেকের।


(২)
যে আগে পুড়ে যায়, তাকে পোড়ায় কে!
আগুন সেথা ফেল বারবার
সাহসও সূর্যের নেই পোড়াবার,
তাই ছাই ভেবে বা তাকে ওড়ায় কে!
যে আগে পুড়ে যায়... তাকে পোড়ায় কে?


(৩)
কষ্ট নিয়ে বাঁচতে বাঁচতে–
কঠিনও সহজ লাগছে। দ্বিগুণ।  
আগুন নিয়ে বা যার খেলা
পুড়তে কি তারে পারে আগুন?