(১)
বলে গেলে– 'আসি'! এলে কই!
এত ভালোবাসি। ফলে কই!
আঁধারেতে আলো জ্বলে কই!
ফিরে এসো, মোর কাছে সই।


আসি বলে যদি– যাওয়া হয়,
ব্যথা তবে প্রেমে পাওয়া হয়।


(২)
পাওয়া গুলো যেন মরীচিকা
চাওয়া গুলো যেন মুঠোবালি,


হাতে আছে প্রেম, যেই ভাবি–
মুঠোখুলে দেখি মুঠো খালি।


(৩)
খালি পড়ে আছে মন জমি যত
খালি পড়ে আছে সন্ধি,


দখলেতে কেউ আসে না এত...
খালি খালি শুধু দ্বন্দ্বী।