পুরাতন সব হাটলো ওরে
পুরাতন সব গেল রে,
ধুলো জমা যত মনের ঘরে
আজকে নুতন এলো রে।
ওই চেয়ে দেখি- সবার গাঁয়ে,
ওই চেয়ে দেখি- গাছের ছায়ে
নেচে যায় সব- খুশির মানব;
চেয়ে দেখো, চোখ মেলো রে।
পুরাতন সব- হাটলো ওরে
পুরাতন সব গেল রে।।


রবি মাসে এই পুবের ভোরে
শত্রু যা সব ভুলো রে-;
থাকে যদি মন- ব্যথার ঘোরে
খুশির জোয়ার তোলো রে।
হবে বলো কিছু- দুঃখে থেকে ?
হবে বলো কিছু- দুঃখে ঢেকে
মনটা তোমার, যদিও দানব-!
ফের দেখো, চোখ- মেলো রে।
পুরাতন সব- হাটলো ওরে
পুরাতন সব গেল রে।।