প্রভাতের আগেই সে যে– রেখেছে পুষ্প পাড়ি,
পরনে পরছে আরো সখী লাল পাড় সাদা শাড়ি;
বসে বসে সে যে আরো মালাখানি গেঁথে ফেলে
গলেতে গলায়ে, বালা গীতালিতে চোখ মেলে।


এমন লগনে মন মিতালি জুড়েছে;
ক্ষণিকের তরে মন দুঃখ ভুলেছে।


চরণেতে দেয় পুষ্প, সাথে তিলক আঁকে ভালে
প্রদীপের শিখাখানি আরো দুহাতেই সখী জ্বালে,
বেলা বয়ে সাঁঝ নামে যত  সুরে সুরে গান ধরে;
'তারে' রেখেছে বালা সদা রেখেছে হৃদয়ের অন্দরে।