ভুলে গিয়ে জাত একই সুরে বলো
আমরা পেরেছি ভাঙতে
কাঁধে রেখে হাত চলো চলো চলো
ছুটে যাই দূর সীমান্তে।
স্বামীজির বাণী
কালামের ধ্বনি,একটাই তানে বাঁধা;
রক্তের রঙ রক্তই হয়, হয় না সে কোনো সাদা।
কঠিন শিকল ছিঁড়ে যাক তাই
মানুষের দুই প্রান্তে,
কাঁধে রেখে হাত চলো চলো যাই
ছুটে যাই দূর সীমান্তে।


তুমি খুন হলে– খুন দেয় ওরা
শরীর হলেও জীর্ণ,
রাম ও রহিম দ্যাখে কি তখন
টিকি বা টুপির বর্ণ?
নজরুল বলেন–
রবি'ও বলেন; বোঝেনি এখনো হাঁদা;
রক্তের রঙ রক্তই হয়, হয় না সে কোনো সাদা।
টিকি বা টুপি গড়েছে কে দাদা
এখনো পারোনি জানতে?
ভুলে গিয়ে জাত একই সুরে বলো
আমরা পেরেছি ভাঙতে!


জাতে জাতে যদি হয় বিদ্বেষ
দেশ ও জাতির ক্ষত,
'এসো ভাই তাই এক হয়ে হই
মানবধর্মে ব্রত।'
গীতায় কি আছে?
কোরানে কি আছে এমন জটিল ধাঁধা?
রক্তের রঙ রক্ত না হয়ে, হয়েছে কখনো সাদা!
বছরের পর– বছর পেরিয়ে
আগামীকে একে(১) আনতে
ভুলে গিয়ে জাত একই সুরে বলো
আমরা পেরেছি ভাঙতে।