সন্ধ্যে হতেই ছুটির দিন গুলোয়    
যেতে যেতে ঝিলের পাশাপাশি
হঠাৎ যদি দাঁড়িয়ে পেছন পানে
শুনতে পাও– 'বড্ড ভালোবাসি'!
হঠাৎ করে থমকে গিয়ে আরো
শুনতে পেলে– চেনা পদধ্বনি;
হারিয়ে ফেলার ভয়টা নিশ্চয়ই
বুকের ওপর আছড়ে পড়বে জানি।    
তখন যদি একটিবার আমায়
দেখতে তোমার বড্ড খারাপ মন
তোমার চলার গতি ধীর করে  
পিছন পানে তাকিও কিছুক্ষণ।
ঝাপসা দুচোখ হয় যদি তখন
তুফান যদি বুকের কাছাকাছি      
তোমার হাঁটার উল্টোদিকে দেখো,
আমি আজো হাঁটছি,আর হাঁটছি...


তোমার শহর, ছাড়া হয়নি আমার;
হারিয়ে ফেলার নিচ্ছো কিসের চাপ!    
হেঁটে হেঁটে তোমার শহরে আমি
রেখে এসেছি– আমার পদ ছাপ।