যতটা রাখলে বুকে– যায় গোনা
ততটাই সবার প্রয়োজন থাকার

বিলাতে বিলাতে শূন্য হইও না...
শূন্যতা এক বিশাল হাহাকার।


মুখোশের আড়ালে থাকে আপন
যাদের, চরণে রাখি পুষ্পের ডালি


ওরা– শুধুই চাইবে। দাও, এমন
যেন কখনোই না লাগে খালি।


যাদের পিঠ লাগে দেওয়ালেতে
ঠক্করে ঠক্করে জানি তারা শেখে


সময় এখনও আছে জিতাতে
নিজেকে, অনায়াসে নাও বেঁকে।


আগুনের কাছেতে চলে গেলেই
আগুন বোঝে কি– কে কার!


তাই, সবার সবটা দিতে নেই...
কিছুটা বাকি– রাখাও দরকার।