বারবার আসো, বারবার যাও, বারবারই তাই!
ভুলে যেতে চাই, তাই ভুলে যেতে চাই...।
আগুনে পোড়াতে আর কি বা আছে বাকি?
আরো দূরে, তারও দূরে, চাই– সরে থাকি।
আমার শেষটুকু সম্বল– 'তা এ শূন্য হৃদয়'।
তা'ও যে কখন পোড়াবে, লাগে বেশ ভয়।


দূরেতে ঠেলছি যত কাছে আসো আরো।
ছাইকে আঁকড়ে আছো, এবার তো ছাড়ো!