নীরবে রেখে লাভ কি–?
             যেথা সরবে পাইনি স্থান!
পেলাম যখন শেষ বিকেলে
                         অশেষ বেইমান।


ভালোবাসায় কব্জাকলে–
হিসাব আমার শূন্যে মেলে।


তাও শুনে চুপটি থাকা।
ঠোঁটের ওপর ঠোঁটটি রাখা।


           আমার বেকার অভিমান!  
    
ওসব শুনে হৃদয়কোণে
        যদিও পেলাম ব্যথা,
তুমি মানা করেছিলে, বলে–
       বলি না আর কথা।


ভয় পেওনা
    তোমার হবোনা নচিকেতা।    


বলতে হয় শেষে,
        ভীষণ ভালোবেসে–
  
'তোমার আমার সব পরিচয়,
সহস্র আলোকবর্ষ না হয়–
                  থাকুক নীরবতা'...।