আমি দিয়েছি যা সকলই– আসলই, নকলই
ভেবে দেখো, তা ছিলোনা কোনোদিন কভু আমার
আমার যদি বা হতো ওসব, থাকতো আমারই;
এ জনমে চিরতরে কভু– তা হত না তোমার।


আমি তো নিয়েছি কেবল, দিয়েছি– তা ধূলিপ্রায়,
অবসরে থলিখানা খুলে দেখো, শূন্য সে খাঁচা;
তুমি তাকে ভেবো না কভু– দিয়েছো আমায়
ভিখারীর বেশ ধরে, আমার তো এতদিন বাঁচা!


তোমার প্রেমের ভিখারী হয়েছি; এর চেয়ে আর
এ জনমে কোনো কিছু চাওয়ায়– নেই তা আমার।