পাশে শিশুর কান্না-,
দেখি, তরকারি ভরা আন্না,
তবু নোনতা হল যেন-, মায়ের চোখের জলে,


হে নীরব পৃথিবী-!
তুই, সকলি নিয়েই নিবি ?
পাই না খুঁজে-, কেমনে তুই ? তুই যে- কাদের দলে ।


শুধুই- নুন নাকি ?
দেখ্ ! ঢলছে মায়ের আঁখি ,
ঢলছে আরো-, চুলার আগুন, রান্না বিনা করে,


শিশুর কান্না বন্ধ-,
মায়ের-, আরো কি নতুন রন্ধ ?
যা জুটেছে, ঠিক ফুটেছে-, তাতেই যে পেট ভরে ।


কিন্তু, তোর ঘুরঘুর,
প্রমাণে, নিশ্চই পেট ভরপুর ,
তুই নিশ্চই আজ বিন্দাস তোর নিজের কক্ষস্থলে ,


আর কি করবি বল-,
তোর, হৃদয়হীনার স্থল,
নইলে কি পেট আধ-পেটাতে থাকতো ধরার তলে ?


না না, এমনি বলছি-,
তোর কথার মতই চলছি,
তাইতো আমার সকাল-সাঁঝে, আধ-পেট ঠিক জুটছে,


না থাক তাতে নুন !
তবু, বিচার করলে গুণ-,
মায়ের কড়ায় জানবি রে তুই-, তরকারি ঠিক ফুটছে ।