যতই কাছে যাই আমি, ততই দূরে যাও।
বুঝতে পারিনি আজও তুমি বা কি চাও!
প্রেম হলো জীবন, আর জীবন মানে শ্বাস।
পাশাপাশি থাকলে প্রেম– কভু দূর হতো?
পাশে পাশে না এলে, দোঁহের বাড়ে দূরত্ব।
দূরত্ব বাড়ে যেথায়– সেথায় প্রেমের সর্বনাশ।


কবরের উপরে জন্মাতে প্রস্তুত অশ্বত্থ, নিম
আজ বাড়তে বাড়তে বাড়ে– দূরত্ব অসীম।
আলোকবর্ষ দূরে। আরো দূরে। তারও দূরে।
তুমি ছেড়ে যাচ্ছো শূন্য করে একশা ভিতর।
জ্বলে পুড়ে খাক হয়ে আসছে, একটা শহর–
ছেড়ে যাওয়া প্রাণ কখনই আসে না ঘুরে।


নিয়মের বাইরে খেলে– তুমি বা কি পাও ?
বুঝতে পারিনি আজও তুমি বা কি চাও!