ঘর ছাড়বো নিজের মতো করে
থাকবো বাদ আগাম তিনটি দিন
বন্ধু তুমিও– আসতে পারো ভোরে
জগৎ যেখানে থাকছে মানবহীন ।


এই যে পূজোর ঢাকির বাদ্য তালে
দুলছে সুরে গোটা জগতময়,
তখন যদি– মিশি ওদের পালে
বৃথাই সকল হবে জীবনময়!


তাইতো বাদ নানান প্রিয় কাজ
হৃদয়ে শুধু প্রেমের প্রদীপ জ্বলে,
ওদের জন্যে ঘর ছাড়ছি আজ
ওদের থেকে সোহাগ নেবো বলে।


তাই ক’টা দিন আর পাবে না দেখা
বন্ধু আমায় উৎসবের এই দিনে,
যাচ্ছি আমি– একলা ভীষণ একা,
ডাকছে আমায় পথের শিশুরা চিনে...


বিলিয়ে দিতে পথের মোড়ে মোড়ে
থাকবো বাদ আগাম তিনটি দিন
বন্ধু তুমিও– আসতে পারো ভোরে
জগৎ যেখানে থাকছে মানবহীন ।