ভাসছো যখন ক্যানভাসেতে-,
রঙ তুলি ফের নাওনা হাতে ?


যেই হাতেতে মানুষ মারার
     স্বপ্ন দেখো, একটি রাতে-,
সেই রাতেতে- শপথ করো
‘হিংসা ভুলি’, ‘মানব করো’,
তখন তুমি-, দানব ছেড়ে
      মানব হবার প্রতীক্ষাতে ।
ভাসছো যখন ক্যানভাসেতে..... ।।


ভাসছো যখন আকাশ খোলায়
দুলবে না তা- খুশির দোলায় ?


‘যেই রাতেতে স্বপ্ব দেখো-
    ভরবো আমি নিজের ঝোলায়’,
তখন, তুমি শপথ করো-,
‘ওড়ার নেশায় ওড়বো আরো’,
তখন তুমি- ভাববে নিজে
    ‘ভুলকে কেন? ফুলকে পেতে-!
  ভাসছি যখন ক্যানভাসেতে.....’ !