বেশ বলেছিলাম ! দেখা
    হবে-
কিন্তু এভাবে ভাবিনী
যাই হোক চলো ঐ দিকটায় যাই
তুমার চুলের সুবাস খানি আগের মতোই পাই।


মনে পরে সে উঠুনের
কথা -
মুড়ায় বসে, চাঁদের-আলো
তারার না বলা কথা-
একটি তারা খসে পড়েছিল
তুমার অশ্রু মুছার জন্য ,
চিক চিক উজ্জ্বল ধারা
নিয়েছিল শুষে।


তুমার চাহনি ! তুমার পাগলামি ,
করেছিল হৃদয় ভাঙার কাজ।
    আমি জানতাম ,আমাদের দেখা হবে ,


এ --জনমেই ,কিন্তু এভাবে ভাবিনী।