ব্রহ্মপুত্র
ব্রহ্মপুত্র বয়ে চলে তার ঠিকানায়-
এটাই আমার শৈশবের নদী
যেখানে বেড়ে উঠা , শীতল নদী,
গাছের ছায়ায়, নদীর পানি -সবুজ পানি
আবার রোদের আলো-রুপালি পানি
বর্ষায় পার ভাঙ্গে  -এপার ওপার
চৈত্রের তাপদাহে চড় জেগে যায় ,
মাঝিরা বেস্ত কত নৌকা পারাপারে
জেলেরা মাছ ধরে নদীর ঐ পারে ,
কত লাফ কত ঝাঁপ করেছি গোসল
পানকৌড়ি ডুব দিযে করেছে ঊশোল।  
যখনি এসেছি নিয়েছি বাতাস ,হয়েছি শীতল
ঘুমে চোখ জুড়ে আসে অবসাদ ব্যাকুল
কতো স্মৃতি ভেসে আসে ,আসে কত্ত জল
চোখ মুছে চলে আসি নীরবে সকল।
যত যাই কিছু হোক জীবন তরে-  
ব্রহ্মপুত্র বয়ে চলে তার ঠিকানায়।