আজ ১৭ই ডিসেম্বর
পৌষ মাসের শুরু
উত্তর থেকে হিম হিম হাওয়া
এসে কি বুঝিয়ে দিলো
বুঝিয়ে দিলো -শীতের আগমনী


এমনি এক শীতের সকালে
তোমার সঙ্গে দেখা হয়েছিল
সেদিন ছিল ১৭ই ডিসেম্বর
তবে এক বছরকার আগের কথা ,
মনে আছে তোমার ?


ফুলকো লুচি আর আলুর দম
খেতে খেতে দেখছিলাম
তোমার দিকে।
তুমিও তাকিয়ে ছিলে আমারি পানে
কি এক অবাক করা -চাহনি
পাগল করা দৃষ্টি।
বেশ-আমি তো শেষ
সেই থেকে তুমি আমার
কারণে বা অকারণে
লুচি খেতে খেতে দীর্ঘক্ষণ কথা।


ডিসেম্বর এর ২১ তারিখ  
বেল্কুনির জবা গাছটিতে পানি দিলাম
পড়ন্ত বিকেলে টেলিফোনে কথা হলো
অনেক্ষন ,দুজনার।
মেয়েটি বার বার বলছিলো
আমাকে কেন পছন্দ করেছো
কি আছে আমার
আমি কি সুন্দরী  
না আমার অনেক টাকা আছে
পছন্দ তো হয়েগেছে এমনিতেই  
সুন্দরী  আর টাকা তো অনেকেরই
থাকতে পারে ,

ডিসেম্বর এর ২২ তারিখ  
বেল্কুনির জবা গাছটিতে ফুল ধরেছে ,
মেয়েটির সাথে আজ আমার দেখা হয়েছে ,
জবা গাছের ফুলটি তার হাতে দিয়ে
বললাম :
ভালোবাসি তোমায় ।