আমার কাছে ছিল ....
আমার মায়ের শাড়ি দিয়ে বানানো
মায়ের হাতে তৈরী একটি ফতুয়া !
সেই ফতুয়ার ছিল ....
একটি পকেট তাতে জমাতাম
কিছু মুদ্রা ,আর কিছু হৃদয় নিঙড়ানো মায়ের মমতা !


আমার কাছে ছিল....
আমার দাদির মমতা মাখানো
দাদির নিজ হাতে লিখা একটি  চিঠি !
সেই চিঠিতে ছিল...
নাতির কাছে লেখা শেষ  চিঠি
আদর ,সোহাগ , ক্লান্তি জড়ানোসেই দাদির মমতা  !
মা ,দাদির মমতা ছেড়ে যখন বর হলাম
বুঝলাম তুমাদের কাছে যেটা শুধুই ফতুয়া আর চিঠি
আমার কাছে সেটা আদর ,সোহাগ আর একরাশ মমতা।


আমার কাছে ছিলো …
একটা পুকুর, সেই পুকুরে বাঁশে এক পায়ে বসে থাকতাম
সাদা বকের মতন,সাতার কাটতে পারতামনা,
ছোটো মামার পিঠে চড়ে পার হতাম, ঐ পারেতে
পানিতে শুয়ে পুকুর পারের চিকচিক  বালুকনা
দেখতাম অবাক হয়ে
আজ কেবলই স্মৃতি, আজ পুকুর নেই,
নেই ছোটো মামা, আছে শুধু বিষন্নতা।


আমার কাছে ছিলো ….
একটি আম গাছ,
ঐ আম গাছেতে চড়ে পেরে খেতাম আম-
একদিন বাবা অফিস ফেরত হয়ে
ডাকলো আমায় পটেটু আব্বু বলে
গাছথেকে নেমে ছুটে গেলাম---
পেলাম মিমি চকোলেট।
আজ বাবা নেই, কই কেওতো এমন ডাকে না।।
তোমরা যাকে বলছো ফতুয়া, চিঠি, মিমি, পিঠেচড়ানো
সাতার, আমার কাছে এক একটি জলন্ত প্রদীপ,
আলোর বিচ্ছুরণ, আলোক বতী'কা,
তোমাদের কাছে হয়তো শুধু নিছকই
মধ্যবিওের মায়া,  
আমার কাছে স্মৃতি গুলো যেনো গোলাবারুদের কায়া!