এসো হে বন্ধু আমার সাথে
কে হবে সাথী,  যে অন্ধকারে ব্যাতিরেখে
আলোর সন্ধান করে,
আমার সাথী হবে কে বন্ধু
যে ঘৃণা করবে মিথ্যা, হিংসা, পরনিন্দাকে
ধ্বংস করবে মরিচিকা, করবে সত্য  প্রতিষ্ঠা
এসো হে বন্ধু আমার সাথে
কে হবে সাথী, যে শহরের আধুনিকতা ব্যাতিরেখে
ভালো বাসবে  গ্রাম কে
আমার সাথী হবে কে বন্ধু
যে ভালো বাসবে মেঠোপথ, সবুজ মাঠ, কৃষক দের
ভালোবাসবে জ্যোৎস্না।