একদিন যেতে—যেতে-- বিশ্বরোড মোড়ে
তিনশ ফিট ধরে
নীল গাড়িতে চড়ে
হটাৎ চোখটি পড়ল মোরে দারানো কিঞ্চিত
বিশালাকার, উধ্ব’মুখী,কদাকার সরুসরু=
ডালপালা বিশিষ্ট পাতা হিন জীন’শীন’
কোন উদ্দেশ্যে চালিত তার ডাল গুলো
ছাল বাকল হীন এলো মেলো
সে গাছের পাশ দিয়ে চলা সরু রাস্তাটি
যে খানে দাড়িয়ে আছে বয়ো বৃদ্ধ লোকটি
গারিটি থামাতে চাইলো
ড্রাইবার না থামতে বললো।
অচেনা পথ স্যার,অচেনা লোক নিশ্চই লিফ্ট চাইবে।
নয়তো চাইবে সাহায্য
আমি বললাম থামাও !কি হয়েছে
কাকা মিয়ার যানাও
কাকা বললো :সামনে মহা বিপদ।
রাস্তার উপর পরে আছে আপদ
কিছু কিছু কাচের টুকরা সাথে তার কাটা
গাড়ি চালালে নিশ্চিই ফাটবে চাকা।
কিছু ছন্নছাড়া ছেলেদের কাজ
নাই চাকুরি নাই লেখাপড়া
নাই মামা নাই কোনো ভালো জামা
কি করবে ব্যাচাড়ারা হটাৎ গাড়ি এলে
কিছু ডিম ছুড়ে তাদের দুই চারদিন মিলে
ভাগ্যিস কাকা ছিল পথ দেখিয়ে দিল
সবচাইতে পজেটিভ চিন্তাধারা
আজকের সময়টা পেরোলো ফারা
চিন্তা করে চলতে হবে
গেলে নতুন পাড়া।