বিপদ নিয়ে মশকরা রোজ
কষ্ট ভাবি পরের।
পরের ব্যথায় সুখের ভোজ
নিত্য আপন ঘরের।


নিজের মাঝেই মত্ত বেশি
নিজকে নিয়েই রোজ
পরের ব্যথায় প্রাচীর ঘেঁষি
নিই না কোনো খোঁজ।


পরের দোষে দৃষ্টি কড়া
আত্মদোষে চুপ
আজিব জাতি বুদ্ধি মড়া
পরস্পরের কোঁপ।  


আপন চোখে নিজকে রাজা
আজব দৃষ্টিভঙ্গি
নিজের পাপে পরের সাজা
গযব চিত্তসঙ্গী।


পরের জন্য বিধি-বিধান  
অন্যরকম নীতি
নিজের আছে দম্ভ-নিশান
আত্ম-স্বজন প্রীতি।