আমি স্বৈরাচার নই!
.........................
পাপ-পূণ্যের পৃথিবীতে
কিছু না কিছু বিস্ময়কর
উপভোগ্যময়।
দুঃখ আর লাঞ্ছনাকে পাশ কাটিয়ে
কখনো সুখের পরশে
কখনো ভুলকে ভুলিয়ে
জীবনকে করি উল্লসিত।


কখনো ভাগ্যের নামে
অযথা আক্ষেপে
কখনো গণতন্ত্রের দাবিতে
পরের পাওনাটুকু নিজের ব্যর্থতার সাথে
সবকিছু ভুলে যাই। তাই-
নীলিমায় ভুল ধরি,
আর ভাবি-
আমি তবুও স্বৈরাচার নই।


রোম: অক্টোবর