গল্পটা পুরাতন, নতুন প্রেক্ষাপট
নিরামিষ ভুবনে আমিষের জট।
নিরস জমিনে যখন সরসের চাষ
উদ্বেলিত জনতা শুধু করে উচ্ছ্বাস।
বিবর্ণ আকাশে দেখে তামাটে মেঘ
বেড়ে যায় জনতার সংশয় উদ্বেগ।
কিছু ছায়া কিছু রঙ, পর্দার একপাশ
আলো আর আঁধারে বাকিটা যে উপহাস।
উর্বর জমিতে দেখে ফসলের বীজ বোনা
কাক আর শকুনের চলে আনাগোনা।