মানবিক থেকে ব্যক্তিগত
সবখানে বেড়ে গেছে লুকোচুরি ধুম
আবারও বাংলাদেশ
মন চাইলে নিজেকে করা যায় গুম।

হৃদ্যতায় কাছে আসা
মানবিক কারণে বিয়ে
সমাজসেবায় পরকীয়া
আত্মাকে ফাঁসি দিয়ে

বিধিবদ্ধ সতর্কতার সাথে
বিড়ির সাথে সখ্যতা
মুঠোফোনে হৃদ্যতা মায়া
মহাশূন্যে গড়ে সভ্যতা।

হাটে, মাঠে পথেঘাটে
বাচালের ধরাধরি
নির্বাচন এলে পরে
উন্নয়নের ছড়াছড়ি।

ইতিহাস থেকে মৃত্তিকামায়া
বিচারের কাঠগড়ায়
সংবিধানের ধারা উপধারা
আইনের পাঠ ছড়ায়।

রংধনু মহলে কড়া নির্দেশে
আকাশ থেকে বৃষ্টি ঝুম
মানবিক পৃথিবী হঠাৎ বর্ষায়
ক্ষমতার বিধিতে আত্মগুম।