আকাশ যখন মেঘলা থাকে বাদল ঝরার মন্ত্র ফাঁদে
দু'চোখ থেকে প্লাবন নামে বুক গভীরে জমাট বাঁধে
আমার মনে শ্রাবণধরায়
অন্যসুখের পরশ জাগায়
আমার কষ্টে মেঘের নামে নীল আকাশের মন কাঁদে।  


কষ্টবিলাস অশ্রুপাতে
সুখগল্প দিনে-রাতে
চোখের জলে কষ্ট ভুলি এক পৃথিবীর বাঁচার সাধে।