আমার চেহারার ভিতর আরেক চেহারা
যা কেউ দেখতে পায় না
অবিকল আমারই মতো
কিন্তু আমি নই।
সেই চেহারায় লাবণ্য নেই
আছে বুদ্ধিদীপ্ত অভিব্যক্তি
পৃথিবীর কোনো দুর্যোগ, জরা, কষ্ট
সেখানে প্রকাশ পায় না
কিন্তু অবিরত চিন্তামগ্ন সেই মুখটা।
আমি যা, সেটা আমি নই
যা দেখাতে পারি না সেটাই আমি।