শিরোনামহীন কিছু গল্পের ভিতরে
আমার বেঁচে থাকা নিত্য প্রহসনে
কিছু দ্বিধা, অব্যক্ত অনুভূতির ছোঁয়া ঘিরে
গল্পের গভীরে সব অধ্যায়
জীবনের তিক্ত, সিক্ত এই পাঠ।
কিছু অনুচ্ছেদ, কিছু অধ্যায় অমার্জনীয়
তবুও তাকে ঘিরে গল্পেরা বড় হয়
আমি গল্পকে ভালোবাসি, বিক্রি করি না।
সময়ের চাহিদায় গল্পেরা মোড় নেয়
চমকের ঠমকে ক্লান্তিতে জীবন
স্মৃতির বদহজমে বানানের বিভ্রাট
কাহিনির গতিপথ পাল্টে যায় হঠাৎ করে
রহস্যময় আগামীর পথে-
ছুটে চলে এই গল্পের চরিত্ররা
তার মাঝে আমি কিংকর্তব্যবিমূঢ় পথিক
তবুও গল্পের পথিক আমি
এই গল্পের পাঠক হয়ে বেঁচে থাকতে চাই।