কাঠালের পিঠা খেতে ভারি মিঠা
সাথে আছে খই
মা যদি বানায় স্বাদে ষোলানায়।
খুশিতে তা-থৈ।

রস কিবা কোষে
চাল দিয়ে পিষে
সাথে কলাপাতা কড়াইয়ে যাঁতা
মজা লাগে অই।