ঘোর বিপদে যখন তুমি
থাকতে হয়ে চোর
এখন ওসব ভুলে গেছো
বড্ড চাপার জোর।

হেন মারতে তেন মারতে
কিছু হলেই ঘর ছাড়তে
সুযোগ বুঝে বীরের বেশে
এখন খুলো দোর।