পড়বে যখন কথার প্যাচে
বাঁচার কিন্তু উপায় আছে
কলঙ্ক সবই পুরান চাঁদে
দায় দিয়ে তাও তারই কাঁধে।
আকাশ থেকে ঝরলে বৃষ্টি
উপর দিকে ক্ষোভের দৃষ্টি
পড়বে যখন গভীর খাদে
দাও দিয়ে যাও পরের কাঁধে।
কোমর বাঁকায় কঠিন বোঝা
বিদ্যা শিক্ষা নয় তো সোজা
নৈতিকতার ঘোর আকালে
লাম্পিকতার জোয়ার চলে
পড়লে ধরা ছবির ফাঁদে
দায় দিয়ে দাও তার কাঁধে।
🖋️আহমাদ সাজিদ উদাসকবি