ধরতে পাপী সরাসরি
আইন করে কড়াকড়ি  
রাজার ভীষণ ঘুম।
চুরির কর্মে বাহাদুরি
কেমন করে সিনাজুড়ি
পাপের নগ্ন ধুম।

ন্যায়বিচারে পথটি ভুলে
ধূর্তশিয়াল কপাল খোলে
ঝুলছে মুলো ধরাধরি
গাধার সাথে জড়াজড়ি
আক্কেল হলো গুম!!