জন বিবাদে মন বিষাদে কোমায় সর্বক্ষণ
মত সহনে পীত বদনে সহিষ্ণুহীন মন
নিজের মতে যুক্তি খোঁড়া
পরের কথা বিষফোঁড়া
বোধ হারিয়ে ক্রোধ বাড়িয়ে নরক আবাসন।