পক্ষাঘাতে আক্রান্ত স্বদেশ
প্রতিটি মগজে, মাথার কোষে কোষে জীবাণু
নষ্টকীটের আবাস জীবন      
এই জীবন, সেই জীবন, মৃত্যুময় জীবন
শয়তানের হাড্ডিতে তৃপ্ত জীবন।


জিহ্বায় দংশিত মন
কিং কোবরার চেয়ে বিষাক্ত ছোবলে আক্রান্ত মন
আমার মন, তোমার মন, ভালোবাসার বন্ধনে
জিহ্বার বিষাক্ত রসে সিক্ত মন।  


চোখের বাণে বিদ্ধ চোখ
তার চোখ, কার চোখ, দৃষ্টিভঙ্গি থেকে
পরস্পরের দিকে ছুঁড়ে মারা তীর
নিজেরাই মারছি, নিজেরা মরছি।
চোখ শুধু দেখে যায় অপরের চোখ
নষ্ট চোখে দেখা পৃথিবীর সব ভ্রষ্টতা।


চোখের ঘাতে ধরাশায়ী পৃথিবী
আমার পৃথিবী, তোমার পৃথিবী    
পৃথিবীর চোখে নতুন পৃথিবী
ধ্বংস করে স্বপ্ন দেখি
সেই পৃথিবী।


দিন আগে নাকি রাত আগে
রাত বলে রেগে, থাম ব্যাটা        
সূর্যটা না থাকলে পুরোটাই রাত
দিন বলে হেসে, তোকে নিয়েই পুরো দিন
আমি ছাড়া তুই অস্তিত্বহীন
দিনরাতের ঝগড়াতে থেমে নেই সূর্য
অবাক বিস্ময়ে দেখে নষ্টামি অনর্থ  
থামে না কেবল ঘড়ি
তোমার ঘড়ি আমার ঘড়ি
তবুও দ্বিধা-দ্বন্দ্বে
তবুও ঝগড়াটে মন সময়ের সাথে
ছোঁয়াচে জীবাণু করে যাই বিস্তার।