কিছু নিষ্ঠুর স্বপ্নভঙ্গ অতীত
আমাকে কাঁদায়
আমার সেই কান্নায় কষ্টের মতো সুখ।
সেই সুখ আহরণে-
বারবার স্বপ্নভঙ্গের ইতিহাস পড়ি
নতুন করে অধ্যায় যোগ করি
কষ্টের পর কষ্ট উপভোগ করি
অশ্রুপাতের বারিধারায়
নিজেকে প্লাবিত করার নিত্যানন্দে মাতি।
বঞ্চিত আর হৃতের মাঝেই
সুখ খুঁজি, অপার্থিব সুখ পাই, তাই-
স্বপ্ন ভঙ্গের স্বপ্ন দেখি।