কখনো মন-
কোনো এক জোছনা রাতে
চাঁদের আলোয় প্লাবিত হতে চায়।
হঠাৎ করে নেমে আসা বাদলের ধারায়
ভিজতে খুব মন চায়।
এখন-
ঘাম ঝরানো রোদের আলোয়
চামড়া পুড়ে শান্ত রই-
নব জন্মের স্বপ্ন ফোটাতে।
চোখের শ্রাবণে রাত-দুপুরে
অনিদ্রা প্রহরে ভেসে যাই অনন্ত পাথারে।
(অসমাপ্ত কবিতারা)