🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️🧍‍♀️
এই ছেলেটা ছোট্টকালে আঁকতো ব্যঙের ছবি
এখন সে মস্ত মানুষ, বিরাট একখান কবি।
এই ছেলেটা শৈশবের, ল্যাংটা যখন থাকতো
বিছানাতে হিসু করেই ভ্যা ভ্যা করে কাঁদতো!


এই ছেলেটা বাল্যবেলার দুরন্ত এক পাখি
সকাল-সন্ধ্যায় দুষ্টুমিতে বড্ড মাখামাখি।
এই ছেলেটা কিশোরবেলা ইস্কুল দিতো ফাঁকি
এখন সে ছন্দ দিয়ে করছে আঁকাআকি!


এই ছেলেটা যুবক ছিলো, মাথায় ছিলো চুল
বিয়ে করে বউ আনলো কিঞ্চিৎ করলো ভুল
এই ছেলেটা হাসতো খেলতো, চৌরাস্তার বাঁকে
এখন তাকে তিনটা মেয়ে বাবা বলে ডাকে!🤭


এই ছেলেটা তরুণ ছিলো, হৃদ সাগরের কুল
সময় এখন হাড়ের গঠন ,মাথায় কখান চুল
এই ছেলেটা ছোট্ট ছিলো, ছোট্ট ছিলো সবই
এখন সে বড় হলো, বড় একখান কবি!🤫


◼️পুনশ্চ: এই ছেলেটা "কবি রুহুল আমীন শেখ"🤩।
কেউ কবিতাটি সিরিয়াসলি নিবেন না।