নতুন জামা জুতা ছাড়া
মাটি হবে তোমার ঈদ?
কারো পেটে ক্ষুধার হাঁক
রাতভর নাই চোখে নিদ!


ছুটি পেয়ে মন আনন্দে
চলছো ছুটে খুকো-খুকি
সঙ্গে আছে কীটের খনি
সংক্রমণের নিচ্ছো ঝুঁকি।


কিউট জাতি লক্ষ্ণী অতি
করোনাতে কিসের ভয়
বীরের বেশে চলবে জাতি
ক্ষুদ্র-কীটকে করবো জয়।


আমরা হলাম মুক্তিযোদ্ধা
যুদ্ধ করেই বাড়ি-গাড়ি
এই করোনা তুই রাজাকার
তোর সাথে তাই আড়ি।


বাঁচি মরি একসাথে তাই
গর্ব করেই বলছি যতো
তবুও গড়ি মনের দেয়াল
হিংসা বিদ্বেষ আগের মতো।