আমার চোখ দিয়েই পড়েছি
তোমার চোখের ভাষা
প্রকাশিত হৃদাকাঙ্ক্ষার অভিব্যক্তি।

কিন্তু বুঝতে পারিনি
তুমি কি পড়তে পেরেছিলে?
আমার চোখের ভাষা, অব্যক্ত কাব্যতা?

দুই ঠিকানার বাসিন্দা-
চোখের ভাষা স্মৃতি হয়ে এখন
সুখময় কষ্টের উপভোগ্য হয়ে ওঠে
বঞ্চিত এক হৃদয়।