একটা উপায় খুঁজে পেতে চাই
চুড়ান্ত সিদ্ধান্ত নেবার আগে
যেটা কখনো হয়ে ওঠে না
সঠিক সময়ে সহজ কোনো সিদ্ধান্ত

সবকিছু ধীরস্থির, সময়ের ভাবনায়
সত্যকে আবিষ্কারের সংকল্প নিয়ে
নিজেকে চেনার আসল ঠিকানায়
কোনো একটি সহজ উপায়
হতাশাকে হত্যা করে অনুভূতির দেশে
যেখানে-
স্মৃতি কখনো দুরে যেতে দেয় না
বারবার নিজেকেই অবরুদ্ধ করে রাখে।


জরাগ্রস্থ আয়নার মাঝে অবসাদময় মুখ
আরেকটি বিশ্বযুদ্ধ না পাওয়ার ক্ষতিতে
ব্যর্থতার সব দায়িত্ব নিয়ে আবারো বেঁচে ওঠার
একটা উপায় খুঁজে চলছি...